গাজায় গণহত্যা বন্ধে ব্যবস্থা নিতে মানবাধিকার গ্রুপগুলোর আবেদন

ফিলিস্তিনি মানবাধিকার গ্রুপগুলো জাতিসংঘের গণহত্যা বিশেষজ্ঞদেরকে ইসরায়েলি গণহত্যার ব্যাপারে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে। জাতিসংঘকে লেখা এক চিঠিতে গ্রুপগুলো এ আহ্বান জানায়। 

মানবাধিকার গ্রুপগুলো তাদের চিঠিতে জানায়, গাজা উপত্যাকায় এখন গণহত্যা চালানো হচ্ছে। এ গণহত্যা রোধে বিশেষজ্ঞদের অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

জাতিসংঘের দুই জন বিশেষজ্ঞকে সম্বোধন করে এ চিঠি লেখা হয়েছে। তারা হলেন, গণহত্যা রোধ বিষয়ক জাতিসংঘের বিশেষ উপদেষ্টা এলিস ওয়াইরিমু এবং নিরাপত্তা প্রদান বিষয়ক বিশেষ উপদেষ্টা জর্জ ওকোথ-অব্বো।

চিঠিতে সরকারগুলোর আইনগত বাধ্যবাধকতা মেনে চলা এবং জরুরী ভিত্তিতে হস্তক্ষেপ করাসহ তাদের হাতে থাকা সব ব্যবস্থাগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।

জেরুজালেমের ফিলিস্তিনিদের অধিকার বিষয়ক নাগরিক কোয়ালিশন(সিসিপিআরআই) ও ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলোর কোয়ালিশন (পিএইচআরওসি)সহ ১৪টি ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা চিঠিতে স্বাক্ষর করেছে।

১৯৯০ দশকে ব্যাপক গণহত্যা ও নৃশংসতার বিষয় বিবেচনা করে তা রোধে ১৭০টিরও বেশি দেশ ন্যায়নীতি সুরক্ষার দায়িত্ব সম্পর্কিত আইন পালনের প্রতিশ্রুতি প্রদান করেন। 

news