দুবাইয়ে অবহেলার স্বীকার হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে জলবায়ু সম্মেলন কপ-২৮। এ বছরের সম্মেলনে বিশ্বের ১৯৮ দেশ ও অঞ্চলের ৮৪ হাজারের বেশি প্রতিনিধি, বিশেষজ্ঞ, সাংবাদিক ও অধিকারকর্মী যোগ দেওয়ার কথা রয়েছে। ২ ডিসেম্বর থেকে শুরু হয়ে সম্মেলন আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।

অনুষ্ঠানের সূচনা করেন ইংল্যাণ্ডের রাজা তৃতীয় চার্লস। সম্মেলনের শুরুতে সম্মান সূচক বিশেষ বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

অনলাইন পোর্টাল টাইমস আলজেবরা জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রীকে সম্মেলনে যে পরিমাণ সম্মান দেয়া হয়েছে। ইসলামী দেশ হয়েও পাকিস্তানের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক সেই দেশে অবহেলার স্বীকার হয়েছেন। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা করার জন্য দুবাইয়ের কোন উচ্চপদস্থ নেতা ছিলেন না। যেখানে মোদীকে অভ্যর্থনা জানিয়েছেন আমিরাতের আমির নিজেই। 

পোর্টালটি একটি ছবিও পোস্ট করেছে, সেখানে আমিরের পাশে প্রথম সারিতে রয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে পিছনের সারিতে কোনায় রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক।

news