গাজার অভ্যন্তরে প্রায় বন্ধ হয়ে গেছে মানবিক ত্রাণ: জাতিসংঘ

গাজা উপত্যাকার শরণার্থী শিবিরগুলোতে অতি সীমিত আকারের মানবিক কাজ চালু রয়েছে। শুক্রবার ইসরায়েল নতুন করে হামলা চালানোর পর প্রায় সবধরণের মানবিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে। 

জাতিসংঘ মানবিক সাহায্য সংস্থার অধিকৃত ফিলিস্তিনি ভুখন্ড শাখার সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে গাজার দক্ষিণের কেবল ওয়াদি গাজায় সীমিত পরিমান ময়দা বিতরণ করা হয়েছে।

সর্বশেষ এ রিপোর্টে আরও বলা হয়েছে, সাত দিনের যুদ্ধবিরতিতে উত্তর গাজার খাবার পানি সরবরাহ পরিস্থিতির ‘তেমন কোন উন্নতি ঘটেনি’। পানির অভাবে সেখানে রোগ ছড়িয়ে পড়ছে।

শনিবার রাফাহতে খাবারের জন্য শিশুদের অপেক্ষা করতে দেখা যায়।

news