দোহায় ম্যাঁক্রো-শেখ তামিম বৈঠকে গাজা নিয়ে আলোচনা

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমামুয়েল ম্যাঁক্রো শনিবার গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। ইসরায়েল গাজায় সাত দিনের যুদ্ধবিরতির পর শুক্রবার থেকে দ্বিতীয় দফা প্রচণ্ড হামলা চালিয়ে যাচ্ছে। এতে ইতোমধ্যে ২০৭ জন নিহত ও ৬৫২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সূত্র: আল-জাজিরা

কাতারের বার্তা সংস্থা কিএনএ জানায়, কাতার সফররত ফরাসী প্রেসিডেন্টকে দোহার লুসাইল প্রাসাদে অভ্যর্থনা জানান আমীর শেখ তামিম। এসময় কাতারের আমীর গাজায় যুদ্ধের অবসান ও স্থায়ী যুদ্ধবিরতির জন্য যৌথ আন্তর্জাতিক প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।

এ ছাড়া কাতারের আমীর গাজার অসামরিক লোকদের রক্ষা এবং মানবিক ত্রাণ সরবরাহ অব্যাহত রাখার ওপর জোর দিয়ে বলেন যে, আন্তর্জাতিক ও জাতিসংঘ প্রস্তাবের আলোকে দুই রাষ্ট্র সমাধানের আওতায় দুই রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয় নিশ্চিত করতে হবে। 

দুবাইয়ের জলবায়ু সম্মেলন কপ২৮এ যোগদান শেষে এক অনির্ধারিত সফরে ম্যাঁক্রো দোহা যান। 

গত ৭ অক্টোবর গাজায় প্রথম দফা হামলা শুরু করে ইসরায়েল। টানা তিন সপ্তাহের ওই হামলায় নিহত হন ১৫ হাজার ফিলিস্তিনি। এরআগে হামাস ইসরায়েলে অতির্কিতে বড় ধরণের আক্রমণ চালায়। তাতে ইসরায়েলে ১২০০ নিহত ও ২৪২ জন আহত হন।

news