এবার তাইওয়ানে চীনের ‘গোয়েন্দা’ বেলুন

শুক্রবার (৮ ডিসেম্বর) তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চেং পার্লামেন্টে সাংবাদিকদের বলেন, প্রাথমিক ধারণা অনুযায়ী এটি চীন থেকে ভেসে আসা একটি সাউন্ড বেলুন। 

এপির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাতে বেলুনটি উত্তরের বন্দর নগরী কিলুংয়ের দক্ষিণ-পশ্চিমে দেখা যায়, তারপর অদৃশ্য হওয়ার আগে পূর্বে সম্ভবত প্রশান্ত মহাসাগরের দিকে চলে যায়।

প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, বেলুনটি সরাসরি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সামরিক শাখা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) দ্বারা পরিচালিত হয়েছিল কিনা তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। এসময় তিনি এটিকে ‘পিএলএ নজরদারি বেলুন’ হিসেবে উল্লেখ করেন।

তবে এই ধরনের বেলুনগুলিকে গুলি করে ফেলে দেয়ার হুমকি দিলেও, এ ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানা যায়নি। 

news