জীবাশ্ম জ্বালানি উৎপাদন ও আমদানিতে রেকর্ড গড়লো চীন

দেশটির ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে জানুয়ারি-নভেম্বর মাসের মধ্যে প্রাকৃতিক গ্যাসের উৎপাদন ৬% বৃদ্ধি পেয়েছে, অপরিশোধিত তেল ১.৮% এবং কয়লার বার্ষিক উৎপাদন ২.৯% বৃদ্ধি পেয়েছে। 

আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, ওই সময়কালে ৪.২৭ বিলিয়ন টন কয়লা আমদানি, দেশটির ৪.২৪ বিলিয়ন টন কয়লা উৎপাদনকে ছাড়িয়ে গেছে। তাছাড়া ২০৯.৬ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস উৎপাদন ও ১০৭.৪ মিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস আমদানি করেছে দেশটি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news