পাকিস্তান এয়ারলাইন্সে ৫০বছর বয়সী বিমানবালা নিয়োগের সিদ্ধান্ত

আন্তর্জাতিক ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ট্রাভেল ওয়ার্ল্ড .কম জানায় সম্প্রতি পাকিস্তান এয়ারলাইন্স কর্তপক্ষ(পিআইএ) এক বিজ্ঞপ্তিতে এই বয়স উল্লেখ করেছে। 

কারণ হিসাবে বলা হয়েছে কম বয়সি বিমান বালারা বিভিন্ন আন্তর্জাতিক রুটে বিশেষ করে কানাডায় যাওয়ার পর পালিয়ে যায়। এই পালায়ন রোধের জন্য এয়ারলাইন্স কর্তৃপক্ষ বয়স্কদের নিয়োগের  সিদ্ধান্ত নিয়েছে। 

পিআইএ জানায়, কানাডায় এ বছর ৪ জন বিমানবালা নিখোঁজ  হয়েছে। এরআগে আরো ৪ জন নিখোঁজ হয়েছে। এ নিয়ে  আন্তর্জাতিক বিমান পরিসেবার ক্ষেত্রে পাকিস্তানকে সমস্যায় পড়তে হয়েছে। নিষেধাজ্ঞায় পড়ার মতো পরিস্থিতিরি সৃষ্টি হয়েছে। এই অবস্থা থেকে বাঁচার জন্য পিআইএই ব্যবস্থা নিয়েছে। 

অন্যদিকে জ্বালানি ও অর্থ সংকটের কারণে পিআইএ তাদের ২৬টি আন্তর্জাতিক উড়ান বাতিল করেছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news