ষাঁড়ের লড়াই বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল মেক্সিকো

দুই বছর বন্ধ থাকার পর রোববার (২৮ জানুয়ারি) পুনরায় দেশটিতে শুরু হয় এ প্রতিযোগিতা। 

এ ঘটনার প্রতিবাদে রাজধানী মেক্সিকো সিটির পথে নেমেছে হাজার-হাজার মানুষ। সচেতন মহলের দাবি, নির্যাতন কখনো শিল্প বা সংস্কৃতির অংশ হতে পারে না। বিক্ষোভকারীরা স্লোগান তোলেন, ষাঁড়কে হ্যাঁ বলুন। কিন্তু পশুর লড়াইকে না বলুন।

স্টেডিয়ামের বাইরে অবস্থান নেয়া বিক্ষোভকারীরা হাতুড়ি দিয়ে ভাঙ্গতে থাকেন স্টেডিয়ামের গেইট অতঃপর অবস্থান নেন সেখানে। 

রাষ্ট্রপতি আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর মেক্সিকো সিটিতে ষাঁড়ের লড়াইয়ের ভবিষ্যত নিয়ে একটি গণভোটের প্রস্তাব করেছেন।

হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল অনুসারে, প্রতি বছর বিশ্বব্যাপী ষাঁড়ের লড়াইয়ে প্রায় ২৫০,০০০ ষাঁড় মারা যায়। ষোড়শ শতাব্দি থেকেই লাতিন দেশগুলোয় জনপ্রিয় ষাঁড়ের লড়াই। তবে জীবন্ত প্রাণীগুলোর ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগে ২০২২ সালে পরিবেশবিদরা করেন মামলা। সেই সময়ে, সুপ্রিম কোর্ট মামলা স্থগিত করলে আবারও আয়োজিত হয় এ অনুষ্ঠান।

মেক্সিকোর অনেক অঞ্চলে ষাঁড়ের লড়াই এখনও বৈধ, অন্যান্য দেশের মধ্যে রয়েছে ফ্রান্স, পর্তুগাল, কলম্বিয়া, ভেনিজুয়েলা, পেরু এবং ইকুয়েডর। স্পেনে বৈধ হলেও, কিছু শহর এই অনুশীলনটিকে বেআইনি করেছে।

news