মার্কিন এবং ব্রিটেনের জঙ্গিবিমান থেকে ইয়েমেনের ওপর নতুন করে যে হামলা চালানো হয়েছে তার কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ (সোমবার) সকালে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ইঙ্গ-মার্কিন আগ্রাসনের কারণে ইয়েমেনের জনগণ এবং সরকার ফিলিস্তিনিদের সমর্থন করা থেকে পিছু হটবে না।

ইঙ্গো-মার্কিন বাহিনী ইয়েমেনের ওপর যে হামলা চালাচ্ছে তাকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের সম্পূর্ণ লঙ্ঘন বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দায়িত্বশীল ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরো বলা হয়েছে, “মার্কিন এবং ব্রিটিশ বিমান হামলার উদ্দেশ্য হলো ইহুদিবাদীদের পরাজয়কে আড়াল করা।

এছাড়া, দখলদার বাহিনী অবরুদ্ধ তারা গাজা উপত্যকার অসহায় সাধারণ মানুষের ওপর যে নৃশংসতা চালাচ্ছে তাও বিশ্ববাসীর দৃষ্টি থেকে আড়াল করতে চায়। কিন্তু পশ্চিমা সাম্রাজ্যবাদীরা এই চক্রান্তে সফল হবে না এবং ইয়েমেনের ওপর তারা যে হামলা শুরু করেছে তার মাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিন বলদর্পিতার অবসান ঘটবে।”

news