হাম আক্রান্তের ঝুঁকিতে বিশ্বে অর্ধেকের বেশি মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মঙ্গলবার জেনেভায় সংস্থাটির মূল কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আশঙ্কা ব্যক্ত করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হাম ও রুবেলা বিষয়ক জ্যেষ্ঠ টেকনিক্যাল উপদেষ্ঠা নাতাশা ক্রোক্রফট জানান, বিগত এক বছরে বিশ্বজুড়ে হামের সংক্রমণ বেড়েছে ৭৯ শতাংশ যা ৩ লাখেরও বেশি মানুষকে আক্রান্ত করেছে।

হাম রোগের এই প্রাদুর্ভাবের কারণ হিসেবে বলা হয়, ২০২০ সালে করোনা মাহামারি শুরু হবার পর বিশ্বের অধিকাংশ দেশেই শিশুদের এই রোগসহ অন্যান্য রোগের টিকাদান কর্মসূচি থেমে যায়। এর ফলেই বর্তমানে আশঙ্কাজনক ঝুঁকিতে রয়েছে দেশগুলো।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটির প্রধান নাতাশা ক্রোক্রফট, পুনরায় শিশুদের টিকাদান কর্মসূচির আওতায় আনার গুরুত্ব জানাতে গিয়ে বলেন, এখন আমরা সচেতন না হলে ২০২৪ সালে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।

ভাইরাসজনিত রোগ হাম পাঁচ বছর বা তার চেয়ে কম বয়সী শিশুদের আক্রমণ করে। এটি বাতাসের মাধ্যমে ছড়ায় ও অত্যন্ত ছোঁয়াচে। পরিবেশ দূষণে আক্রান্ত মধ্য ও নিম্ন আয়ের দেশগুলোতে হামের মহামারির ঝুঁকি অনেক বেশি।

news