অনাহারে ৪ শিশুর মৃত্যু, মৃত্যুর পথে আরও ৭ শিশু

গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশ বাধা দিচ্ছে ইসরায়েল। এতে উপত্যকাজুড়ে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে। অনাহারে মারা যাচ্ছে মানুষ। বিধ্বস্ত উত্তর গাজার আবস্থা সবচেয়ে খারাপ।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে অনাহার ও পানি শুণ্যতার শিকার হয়ে ৪ শিশু মারা গেছে। আরও ৭ শিশুর অবস্থা সংকটজনক।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গত বুধবার একথা জানায়। এর আগে কামাল আদওয়ান হাসপাতাল প্রশাসন জানায়, জ্বালানির অভাবে তারা হাসপাতালটিতে অস্ত্রোপচার বন্ধ করে দিয়েছে।

এদিকে গাজার সর্বদক্ষিণের রাফাহতে সমবেত হয়েছে সেখানকার বাস্তুচ্যুত ১৫ লাখ ফিলিস্তিনি। ইসরায়েল অঞ্চলটিতে স্থল হামলা চালানোর হুমকি দিয়ে আসছে। রাফাহতে অবস্থিত লাখ লাখ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। ইউনিসেফ প্রধান তেস ইনগ্রাম ফ্রান্স ২৪ কে বলেন, সেখানে খাবারের জন্য হাহাকার চলছে। লোকজন খাবার ও পানির অভাবে দিন কাটাচ্ছে। তিনি বলেন, চেষ্টা করছি কিন্তু আমরা নিরাপদে কাজ করতে পারছি না, আমাদের জীবনও ঝুঁকির মধ্যে রয়েছে।

news