তাইওয়ানের স্বাধীনতার পক্ষে যে কোনো পদক্ষেপ নাকচ করবে চীন

তাইওয়ানের জন্য সবটুকু দিয়ে যুদ্ধ করবে চীন। বেইজিং-এর তরফ থেকে ওয়াশিংটনকে সাফ জানিয়ে দেয়া হলো। যদি কেউ তাইওয়ানকে চীন থেকে আলাদা করতে চায় তাহলে তাকেও দেখে নেয়া হবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে শুক্রবার এক বৈঠক করেন চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেংহি। এসময় যুক্তরাষ্ট্রকে এই সাবধান বার্তা দেয় চীন।

সম্প্রতি তাইওয়ানের কাছে কয়েক মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ওয়েই ফেংহি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে সরাসরি সাবধান করে দিয়ে বলেন, কেউ যদি তাইওয়ানকে চীন থেকে আলাদা করতে চায় তাহলে আমাদের সামরিক বাহিনীর হাতে সর্বোচ্চ শক্তি দিয়ে যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। একইসঙ্গে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীরা মাদারল্যান্ড চীন থেকে আলাদা হতে চাইলে সে চেষ্টাকে মাটিতে গুঁড়িয়ে দেয়া হবে। পরবর্তীতে প্রতিরক্ষামন্ত্রীর এসব বক্তব্য বিবৃতি আকারে প্রকাশ করে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাতে বলা হয়, নিজেদের স্বার্বভৌমত্ব এবং সীমানা রক্ষায় চীনের সেনাবাহিনী অটল থাকবে।

মন্ত্রণালয় আরও বলেছে, তাইওয়ান হচ্ছে চীনের তাইওয়ান। তাইওয়ানকে ব্যবহার করে চীনকে আটকানোর পরিকল্পনা কখনো সফল হবে না। 

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, তাদের চাওয়া বেইজিং তাইওয়ানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি থেকে বিরত থাকবে। তবে চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর চীনকে আগ্রাসী রাষ্ট্র বলে আখ্যায়িত করেছেন অস্টিন। শনিবার এশিয়ার অন্যতম বড় নিরাপত্তা সমাবেশ সাংরি-লা ডায়লগে রাখা বক্তব্যে লয়েড অস্টিন বলেন, তাইওয়ানের কাছের এলাকাসহ এশিয়া অঞ্চলে চীন ক্রমবর্ধমানভাবে আগ্রাসী হয়ে উঠছে। তা সত্ত্বেও চীনের সঙ্গে উত্তেজনা প্রশমন এবং সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্র তাদের সব পদক্ষেপ নেবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র তাইওয়ানসহ তার মিত্রদের পাশে থাকবে। অস্টিন বলেন অন্যান্য দেশের সাথে চীনের প্লেন এবং জাহাজগুলোর মধ্যে অনিরাপদ এবং পেশাগতভাবে সংঘর্ষের সংখ্যা ‘উদ্বেগজনক’ ভাবে বেড়েছে।

news