গাজায় ক্ষুধায় প্রাণ হারাচ্ছে মানুষ : ইউনিসেফ

ইউনিসেফের প্রধান ক্যাথেরিন রাসেল এখনই যুদ্ধবিরতির দাবি জানিয়ে বলেছেন, গাজায় ভয়াবহ পুষ্টিহীনতার শিকার শিশুরা, ‘চলছে প্রতিক্ষণ গণনা’।

মিসরে যুদ্ধবিরতির আলোচনা রোববার শুরুর কথা রয়েছে, তবে সম্ভাব্য ৬ সপ্তাহের যুদ্ধবিরতির বিষয় এখনও বিস্তারিত জানা যায়নি। তবে মার্কিন কর্মকর্তারা দবি করেছেন, শিগগিরই যুদ্ধবিরতি হতে যাচ্ছে।

গাজায় ইসরায়েলের বোমা হামলা চলছেই। শনিবার রাতেও রাফাহ, দেইর আল-বালাহ ও খান ইউনুসে বোমাবর্ষণ করেছে দখলদার আগ্রাসী সেনারা।

এরআগে রাফাহতে তাঁবুতে আশ্রয় গ্রহণকারী বাস্তুচ্যূতদের ওপর বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) টেডরোস আধানম গেবরেইসাস এ হামলাকে ‘ভাষায় বর্ণনার অতীত বর্বরতা’ বলে অভিহিত করেছেন।

গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৩০৩২০ জন ফিলিস্তিনি নিহত এবং ৭১৫৩৩ জন আহত হয়েছেন।

news