গাজায় গণহত্যায় সহযোগী পশ্চিমাদের পণ্য বর্জন করছেন ওমানিরা

সুলতান শাসিত উপসাগরীয় আরব রাষ্ট্র ওমানের জনগণ ক্রমশ পশ্চিমা বিরোধী হয়ে উঠেছে। গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান গণহত্যায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো সমর্থন দিচ্ছে।

ওমানের জনগণ স্বত:স্ফুর্তভাবে স্টারবাকস ও ম্যাকডেনাল্ড বর্জন করছেন। গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে মোহাম্মাদ হামিদ তার প্রিয় সফট ডিঙ্ক মাউন্টেইন ডিউ স্পর্শ করেননি বলে জানান। তিনি বলেন, এরআগে এমন একটি দিনও যায়নি যেদিন তিনি এ পানীয় পান করেননি। এখন তিনি থাই পানী কিনসা ও সৌদি আরবের তৈরি পানীয় পান করেন।

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তিনি পশ্চিমা সুপারমার্কেটগুলোও বর্জন করেছেন। ফ্রান্সের হাইপারমার্কেট চেইনে তিনটি দোকান রয়েছে ওমানের রাজধানী মাস্কাটে।

হামিদ এক পোস্টে বলেছেন, মার্কিন বিমানবাহিনীর কর্মকর্তা এরোন বুশনেল গাজায় গণহত্যায় মার্কিন সমর্থনে প্রতিবাদে গায়ে আগুন দিয়ে আত্মহুতি দিয়েছেন আর আমরা পশ্চিমা পণ্য বর্জন করতে পারবো না। অনেক ওমানির মতো হামিদ ৫ মাস ধরে পশ্চিমা পণ্য বর্জন করছেন। এ কারণে এখন ওমানের কোথাও কোকাকোলা ও পেপসি এখন দেখা যায় না।

news