জম্মু-কাশ্মীরে একাধিক হামলায় জড়িত এক

পাকিস্তানের অ্যাবটাবাদে শেখ জামিল-উর-রহমান নামের ওই কাশ্মীরি মারা যায়। শনিবার তার মরদেহ উদ্ধার হয়েছে।

শেখ জামিল ইউনাইটে জিহাদ কাউন্সিল (ইউজেসি) এবং তেহরিক-উল-মুজাহিদিনের (টিইউএম) স্বঘোষিত সাধারণ সম্পাদক ছিলেন শেখ জামিল-উর-রহমান ।

২০২২ সালে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ জামিলকে জঙ্গি হিসাবে ঘোষণা করে।

সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার  জানায়, জম্মু-কাশ্মীরে বেশ কয়েকটি হামলার সঙ্গে জড়িত ছিলেন রহমান। শুধু তাই-ই নয়, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসএআইয়ের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখতেন তিনি। এমনই দাবি ওই সূত্রের।

পুলিশ সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, টিইউএম সংগঠনকে জম্মু-কাশ্মীরে সক্রিয় করার কাজ শুরু করেছিলেন শেখ জামিল। নিজেকে ওই সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবেও ঘোষণা করেন তিনি।

news