জাতিসংঘ মহাসচিব  গুতেরেসের মিসর-সীমান্ত পরিদর্শন  করছেন

জাতিসংঘের মহাসচিব গুতেরেস শনিবার সীমান্ত শহর রাফাহ পরিদর্শন করছেন। এ সফরকালে তিনি গাজায় ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের একটি মানবিক যুদ্ধবিরতির আহ্বান পুণর্ব্যক্ত করবেন। মহাসচিবের মুখপাত্র  একথা বলেন।

মুখপাত্র ফারহান হক বলেন, গুতেরেস শুক্রবার সন্ধ্যায় মিসর পৌঁছান। রমজানের সংহতি জানাতে তিনি এ বার্ষিক সফরে যান। এবারের সফর গাজায় ভয়াবহ সংঘাত চলার কঠিন পরিস্থিতির মধ্যে অনুষ্ঠিত হচ্ছে।

জাতিসংঘ মহাসচিব রাফাহর মিসরীয় অংশের ত্রাণকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। শহরটি গাজা ও মিসরের মধ্যে অবস্থিত। গাজায় মানবিক ত্রাণ প্রবেশের বর্তমানে একমাত্র পথ হচ্ছে রাফাহ ক্রসিং।

ফ্রান্স ২৪ এর খবরে বলা হয়, গুতেরেস এ সময় সীমান্ত সংলগ্ন মিসরীয় বন্দর শহর আল-আরিশের একটি হাসপাতালও পরিদর্শন করবেন।

news