ভূমিকম্পে কেঁপে উঠল নিউ ইয়র্ক নগরী

নিউ ইয়র্ক নগরী ও আশপাশের এলাকায় শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নিউ ইয়র্ক নগরী থেকে ৪০ কিলোমিটার পশ্চিমে নিউজার্সির লেবানন বলে মার্কিন জিউলজিক্যাল সার্ভে জানিয়েছে। 

ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে নিউ জার্সি থেকে লং আইল্যান্ড পর্যন্ত সুউচ্চ ভবনগুলো ভূমিকম্পে কেঁপে উঠে।

কয়েক দশকের মধ্যে এটা সবচেয়ে শক্তিশালি ভূমিকম্প।

সামাজিক মাধ্যমগুলো ব্যবহারকারীরা জানিয়েছে, ফিলাডেলফিয়া থেকে নিউ ইয়র্ক এবং পূর্ব উপকূল পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে।

news