জার্মানিতে তৈরি টেসলা গাড়ি যাবে ভারতে

মার্কিন উদ্যোক্তা ইলন মাস্কের নেতৃত্বে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা এই বছরের শেষের দিকে ভারতে পাঠানোর জন্য জার্মানিতে তার প্ল্যান্টে ডান হাত চালিত গাড়ি তৈরি শুরু করেছে। 

বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ি বাজার ভারতে গাড়ি বিক্রি শুরু করতে টেসলা বিশাল এ পরিকল্পনা নিয়েছে। 

তবে টেসলার কোন মডেলের গাড়ে ভারতে পাঠানো হবে তা এখনও স্পষ্ট নয়। এই মুহূর্তে, টেসলার বার্লিন কারখানা শুধুমাত্র মডেল ওয়াই ধরনের গাড়ি তৈরি করছে। 

ভারতের নতুন শুল্ক নীতি অনুসারে, বিদেশি কোম্পানিগুলি দেশটিতে বছরে ৮ হাজার পর্যন্ত গাড়ি আমদানি করতে পারবে।

এছাড়া টেসলা’র একটি প্রতিনিধি দল ভারতে গাড়ি তৈরির কারখানা স্থাপনে জায়গা খোঁজার জন্য দেশটিতে যাওয়ার পরিকল্পনা করছে। এধরনের গাড়ি তৈরি কারখানায় বিনিয়োগ হবে প্রায় ২ থেকে ৩ বিলিয়ন ডলার।

news