গাজায় ইসরায়েলি হামলা-গণহত্যা অব্যাহত, আরও ৫ জন নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় খান ইউনুসে তিনজন এবং নুসেইরাত শরণার্থী শিবিরে দুই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার সর্বদক্ষিণে রাফাহতে পরিকল্পিত স্থল হামলার আগে সেখানে বিমান হামলা অব্যাহত রয়েছে। 

গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জানায়, তারা নাসের মেডিকেল কমপ্লেক্স থেকে শত শত লাশ উদ্ধারের কাজ সম্পন্ন করেছে। গাজার হাসপাতালগুলোর গণকবরে চার শতাধিক লাশ পাওয়া গেছে। সেখানে ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্তের আন্তর্জাতিক তদন্ত করার জোর দাবি উঠেছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ভয়াবহ মানবিক বিপর্যয়ের ব্যাপক হুঁশিয়ারি সত্ত্বেও তারা রাফাহতে তাদের স্থল হামলার পরিকল্পনা ‘এগিয়ে চলছে’। এলাকাটিতে প্রায় ১৪ লাখ বাস্তুচ্যূত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন।

নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে গাজায় যুদ্ধবিরোধী বিক্ষোভ বন্ধ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে। গাজায় হামলা-গণহত্যায় লিপ্ত ইসরায়েলকে অর্থ ও রাজনৈতিক সমর্থন দান বন্ধ করার দাবিতে নিউইয়র্কের ছাত্র বিক্ষোভ এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।

গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় হামলা, তান্ডব ও গণহত্যা চালিয়ে যাচ্ছে। এ গণহত্যায় গাজায় অন্তত ৩৪৩৫৬ জন ফিলিস্তিনি নিহত এবং অন্তত ৭৭৩৬৮ জন আহত হয়েছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news