লুট করা প্রাচীন শিল্পকর্ম ফেরত পেল কম্বোডিয়া

নিউইয়র্ক জেলা এটর্নি ৩০ লাখ ডলারের পুরাকীর্তি চোরাচালানের জন্য দুইটি বিখ্যাত শিল্পকর্ম ব্যবসা প্রতিষ্ঠানকে দোষারোপ করেছেন।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীন নিরাপত্তা দপ্তর ২০২২ সালে চুরি করা পুরাকীর্তিগুলো কম্বোডিয়াকে ফেরত দেওয়ার কথা ঘোষণা করে। নিউইয়র্ক এখন বড় ধরণের পুরাকীর্তি পাচার কেন্দ্রে পরিণত হয়েছে। বিখ্যাত মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট এন্ড কালেক্টর্সও এর সঙ্গে জড়িত রয়েছে অভিযোগ উঠেছে।

নিউইয়ক সিটির কৌসুলিরা বলেন, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়া থেকে অবৈধভাবে ৩০ লাখ ডলারের পুরাকীর্তি আমেরিকন পুরাকীর্তি ব্যবসা ও পাচার চক্রের হাতে এসেছে।

সম্প্রতি পুরাকীর্তি ফেরতদান অনুষ্ঠানে কম্বোডিয়াকে ২৭টি পুরাকীর্তি ফেরত দেওয়া হয়েছে। এরমধ্যে দেবদেবী ও মাজপালুত সম্রাটদের নানা পুরাকীর্তি রয়েছে।  ত্রয়োদশ থেকে ষোড়শ শতক পর্যন্ত তারা কম্বোডিয়ায় ক্ষমতায় ছিলেন। এসব পুরাকীর্তি ইন্দোনেশিয়া থেকে যুক্তরাষ্ট্রে পাচার করা হয়েছিল।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news