রাশিয়ার দুইটি তেল শোধনাগারে ইউক্রেনের হামলা

মলায় রাশিয়ার স্লাভিয়ানস্ক তেল শোধনাগারের কিছু কার্যক্রম স্থগিত হয়ে গেছে বলে জানিয়েছে রয়টার্স। শনিবার তাসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের ড্রোন হামলায় শোধনাগারটির কিছু অংশ ধ্বংস হয়ে গেছে। 

এর আগে রাশিয়ার কর্মকর্তারা স্লাভিয়ানস্ক শহরের তেল শোধনাগারে আগুন লাগার কথা জানান। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সেখানে উৎপাদন আংশিকভাবে বন্ধ রয়েছে।

আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের ৬৮টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। এএফপির প্রতিবেদনে বলা হয়, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রাসনোদর অঞ্চলে ৬৬টি এবং ক্রিমিয়া অঞ্চলে দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। 

ক্রাসনোদরের আঞ্চলিক গভর্নর ভেনিয়ামিন কনড্রাতিয়েভ এক টেলিগ্রাম পোস্টে বলেন, তেল শোধনাগার এবং অবকাঠামোতে আক্রমণ করার চেষ্টা করেছে ইউক্রেন। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news