রাইসিকে বহন করা বিধ্বস্ত হেলিকপ্টারে গুলির চিহ্ন মেলেনি

 ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহন করা বিধ্বস্ত হেলিকপ্তার নিয়ে তদন্তের প্রাথমিক ফলাফল প্রকাশ করে বলেছেন কপ্টারটিতে কোনও বুলেটের চিহ্ন পাওয়া যায়নি। 

ইরানের জেনারেল স্টাফের প্রেস সার্ভিস তাসনিম নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটির কোনো অংশে বুলেটের চিহ্ন বা অনুরূপ ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি।
জেনারেল স্টাফ আরো বলেন, বিধ্বস্ত হেলিকপ্টারের পাইলট দুর্ঘটনার আগে মোটরকেডের অন্য দুটি হেলিকপ্টারের পাইলটদের সাথে যোগাযোগ করেছিলেন এবং একটি পাহাড়ের সাথে সংঘর্ষের পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়।

এদিকে ইরানের মাশহাদে প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বিদায় অনুষ্ঠানে প্রায় ৩০ লাখ মানুষ অংশ নিয়েছেন। তার মরদেহ আগের দিন ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে রাইসির নিজ শহর মাশহাদে দাফন করা হয়। শিয়া ইসলামের অষ্টম ইমাম আলী আল-রিদার দেহাবশেষ সম্বলিত ইমাম রেজা মাজারে তাকে সমাহিত করা হয়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news