ভারতের রাজস্থানে তাপমাত্রা ৫০ ডিগ্রি, দিল্লিতে ৪৭ 

ভারতের রাজস্থান রাজ্যের ফালোড়ি জেলায় শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫০ ডিগ্রি। আর এক ডিগ্রি টপকালেই ২০১৬ সালের রেকর্ড ভেঙে ফেলবে এই জেলা। 

আবহাওয়া ভবনের তথ্য অনুযায়ী, ওই বছরে এই জেলাতেই তাপমাত্রা ছুঁয়েছিল ৫১ ডিগ্রি। ২০১৯ সালের ১ জুন চুরুতে তাপমাত্রা ছিল ৫০.৮ ডিগ্রি সেলসিয়াস। ১৯৫৬ সালের ১০ এপ্রিল অলওয়ারের তাপমাত্রা ছিল ৫০.৬ ডিগ্রি।

রাজ্যের বেশির ভাগ জেলায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। ১৩টি জেলায় ইতিমধ্যেই চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই এই রাজ্যে গরমের জেরে মৃত্যু হয়েছে ১২ জনের।

মধ্যপ্রদেশের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। 
দিল্লিতে শনিবার ছিল ৪৭ ডিগ্রি সেলসিয়াস। 
পাঞ্জাব এবং হরিয়ানাতেও তীব্র তাপপ্রবাহের চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। আগামী তিন দিন ধরে এই পরিস্থিতি বজায় থাকবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news