২০২৪ সালে পর্যটনে ৬৪ বিলিয়ন ডলার আয়ের আশা করছে সংযুক্ত আরব আমিরাত
পর্যটন খাতে এ আয় মরু দেশটির সামগ্রিক জিডিপির ১২ শতাংশ হতে চলেছে। সূত্র (এজিবিআই.কম)
শারজাহ কমার্স অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট অথরিটি (এসসিটিডিএ) এর চেয়ারম্যান খালেদ আল মিদফা এক সভায় বলেন, পর্যটন খাত গত বছর ৮ লাখ ৯ হাজার কর্মসংস্থান তৈরি করেছিল, যা এ বছর ৮ লাখ ৩৩ হাজার এ উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে ছয়টি দেশ বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত - পর্যটনে সহযোগিতা করার উপায় খুঁজতে একটি ইউনিফাইড ভিসা সেট বছরের শেষ নাগাদ আনতে যাচ্ছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


