ফিলিস্তিন রাষ্ট্র না থাকলে ইসরায়েলের অস্তিত্ব থাকতে পারে না : সৌদি

 স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন না করার কথা আগেই জানিয়ে দিয়েছে সৌদি আরব। আর এবার মধ্যপ্রাচ্যের অন্যতম সম্পদশালী এই দেশটি বলছে, ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলও থাকতে পারে না। সূত্র : আল জাজিরা
সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন-ফারহান ব্রাসেলসে আরব ও ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠকের পর জানিয়েছেন। একই সঙ্গে সৌদিমন্ত্রী ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রটি প্রতিষ্ঠা করার কথাও পুনর্ব্যক্ত করেছেন।  
ফয়সাল বিন-ফারহান বলেছেন, দ্বি-রাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে তারা যে নিরাপত্তা চায় সেটি ইসরায়েল স্বীকার করে না এবং এটি খুবই উদ্বেগের বিষয়। 
গাজায় ভয়াবহ ইসরায়েলি গণহত্যা চলার মধ্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি রাষ্ট্র ও ইসরায়েল নিয়ে এমন মন্তব্য করেন। গত ২৪ ঘন্টায় অন্তত ১৬০ জন নিহত হয়। এরমধ্যে রাফাহর তাবুতে হামলায় নিহত হন অন্তত ৩৫ বাস্তুচ্যুত।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news