লোহিত সাগরে কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, হুথি ড্রোন ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের 

গ্রীক মালিকানাধীন কার্গো জাহাজটির ওপর হুথিরা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে জাহাজটি চলা অব্যাহত রেখেছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। 

মার্কিন সেন্ট্রালকমান্ড বা সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জানায়, মঙ্গলবার ইয়েমেন থেকে লোহিত সাগরে এমভি লাক্স লামের এ জাহাজটির দিকে ৫টি জাহাজ বিধ্বংসি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এরমধ্যে তিনটি ক্ষেপণাস্ত্র জাহাজটিকে আঘাত করে।

সেন্টকম আরও জানায়, মার্কিন বাহিনী ইয়েমেন থেকে লোহিত সাগরে আসা ৫টি মনুষ্যবিহীন যান বা ড্রোন ধ্বংস করেছে। হুথিদের এসব ড্রোন অঞ্চলটিতে অবস্থিত বানিজ্যিক জাহাজের জন্য হুমকি সৃষ্টি করেছিল।

গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে হুথি-আনসারুল্লাহ যোদ্ধারা সাগরে চলাচলকারী ইসরায়েলি এবং আমেরিকা ও ব্রিটেনের জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্তু হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হুথি যোদ্ধারা।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news