ইসরাইলের সঙ্গে সম্পর্কের তিক্ত পরিণতি হবে: ইরানের হুঁশিয়ারি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল হচ্ছে মুসলিম বিশ্ব তথা গোটা মানবতার শত্রু। যারা ঘাতক ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে তাদের পরিণতি ভালো হবে না।

তিনি আরও বলেন, শিশু হত্যাকারী দখলদার ইসরাইলের প্রধান পৃষ্ঠপোষক আমেরিকাও মুসলিম বিশ্বের শত্রু। আজ (মঙ্গলবার) তেহরানে পাকিস্তানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল নাদিম রেজা নিশানের সঙ্গে বৈঠকে  তিনি এসব কথা বলেন।

জেনারেল সালামি আরও বলেন, ইহুদিবাদী ইসরাইলের যেখানে নিজেকে রক্ষার সক্ষমতা নেই সেখানে কিছু মুসলিম দেশ কীভাবে সেটার ওপর নির্ভর করছে? ইসরাইলের কোনো নীতি-কৌশল নেই বলে জানান সালামি।

মুসলিম বিশ্বে মার্কিন উপস্থিতির বিভিন্ন  ক্ষতিকর দিক তুলে ধরে তিনি বলেন, আফগানিস্তানের দিকে তাকালেই মার্কিন হস্তক্ষেপের অপূরণীয় ক্ষতিকর প্রভাব সহজেই বোঝা যায়। জেনারেল সালামি আরও বলেন, পাকিস্তানের নিরাপত্তাকে নিজের নিরাপত্তা বলে মনে করে ইরান।

এ সময় পাকিস্তানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল নাদিম রেজা নিশান বলেন, আফগানিস্তানে ২০ বছর অবস্থান করেও সেখানকার নিরাপত্তা নিশ্চিত করেনি আমেরিকা, তারা এ অবস্থাতেই আফগানিস্তান ত্যাগ করেছে। পাকিস্তানের এই জেনারেল ইরানের সঙ্গে যৌথ সীমান্তে নিরাপত্তা জোরদার করতে তথ্য আদান-প্রদান ও অভিযানের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।খবর পার্সটুড়ে/এনবিএস/২০২২/একে

news