লুহানস্কের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি রাশিয়ার; ইউক্রেনের প্রত্যাখ্যান

লুহানস্কের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। লুহানস্ক-কে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে মস্কো। লুহানস্কের গুরুত্বপূর্ণ শহর লিসিচানস্ক নিয়ন্ত্রণে আসার ফলে পুরো অঞ্চলটি ইউক্রেনীয় উগ্র জাতীয়তাবাদীদের হাত থেকে মুক্তি পেয়েছে বলে দাবি করেছে মস্কো। 

তবে ইউক্রেনের সেনাবাহিনী ঐ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, রুশ বাহিনীর এই দাবি সত্য নয়। এ ব্যাপারে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইউরি সাক বলেছেন, লিসিচানস্ক শহরটির ওপর রুশ বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ নেই।

তিনি আরও বলেছেন, কিছু নির্দিষ্ট এলাকা থেকে পিছু হটলেও তারা ভবিষ্যতে সেগুলো ফের দখলে নিতে পারে। সেভেরোদোনেৎস্কের মতো লিসিচানস্ক যাতে রুশ সেনাদের দখলে চলে না যায় সেজন্য গত কয়েক সপ্তাহ ধরে সেখানে শক্ত ঘাঁটি গেড়েছিল ইউক্রেনীয় সেনারা। সেভেরোদোনেৎস্কে থাকা সেনাদেরকেও লিসিচানস্কে নিয়ে আসা হয়েছিল।

ইউক্রেনের পূর্বে রাশিয়ার সঙ্গে সীমান্তবর্তী দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল ২০১৪ সালের পর থেকে নিয়ন্ত্রণ করছে কিয়েভবিরোধী সশস্ত্র বিদ্রোহীরা। খনি ও শিল্প সমৃদ্ধ দোনেৎস্ক ছিল ইউক্রেনের স্টিল উৎপাদনের প্রধান কেন্দ্র।

গত ২১ ফেব্রুয়ারি  ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর তিনদিন পর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার নির্দেশ দেন তিনি। গত কয়েক মাস ধরে চলা এ অভিযানে এ পর্যন্ত রাশিয়া ইউক্রেনের বেশ কিছু অঞ্চল দখল করেছে।।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news