ইরানের নাতাঞ্জে অবস্থিত প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাটি ভয়াবহ আগুনে পুড়ে গেছে। শুক্রবার (১৩ জুন) ভোররাতে ইসরায়েলের চালানো সমন্বিত হামলার সময় এই অগ্নিকাণ্ড ঘটে। ইরানের পরমাণু কর্মসূচির কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত এ স্থাপনাটি ধ্বংস হয়ে যাওয়ায় বড় ধাক্কা খেলো তেহরানের পরমাণু শক্তি উদ্যোগ।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এবং ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন সূত্রে জানা গেছে, নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে স্পষ্ট দেখা গেছে, কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়ছে। নাসার ফায়ার ইনফরমেশন ফর রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম (FIRMS) অনুযায়ী, স্থানীয় সময় রাত ২টার কিছু পরে আগুনের সূচনা হয়।
নাতাঞ্জ শহরটি রাজধানী তেহরান থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই পারমাণবিক স্থাপনাটি আধুনিক সেন্ট্রিফিউজ প্রযুক্তির মাধ্যমে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ার মূল কেন্দ্র ছিল, যা পারমাণবিক জ্বালানী ও অস্ত্র উৎপাদনের জন্য ব্যবহৃত হয়ে থাকে।
ইরানি সরকার এখন পর্যন্ত এই হামলা বা অগ্নিকাণ্ড নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিবিসিকে বলেন, "আমরা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে আঘাত হেনেছি। যারা ইরানি বোমা তৈরির সঙ্গে জড়িত, তারা আমাদের লক্ষ্যবস্তু।"
বিশ্লেষকরা মনে করছেন, এই হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি বেশ কয়েক বছর পিছিয়ে যেতে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষকেরা।


