দুই সপ্তাহে ইউক্রেনের ২ হাজার সেনা মারা গেছে

পু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে চলমান সামরিক অভিযান সম্পর্কে সর্বশেষ অবস্থা অবহিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তিনি প্রেসিডেন্ট পুতিনকে আজ (সোমবার) জানিয়েছেন যে, মাত্র দুই সপ্তাহে রুশ সেনাদের অভিযানে ইউক্রেনের প্রায় সাড়ে পাঁচ হাজার সেনা হতাহত হয়েছে। এর মধ্যে দুই হাজারের বেশি সেনা মারা গেছে।

গত কয়েক দিনের মধ্যে এই নিয়ে তিনি পুতিনকে দ্বিতীয়বার সামরিক অভিযানের সর্বেশেষ অবস্থা অবহিত করলেন। সের্গেই শোইগু পুতিনকে আরো জানিয়েছেন যে, লিসিচানস্ক শহর দখলের মধ্যদিয়ে রুশ সেনারা ও মিত্র যোদ্ধারা লুহানস্ক এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। তিনি প্রেসিডেন্ট পুতিনের কাছে সামরিক অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

শোইগু জানান, গত দুই সপ্তাহে ইউক্রেনের পাঁচ হাজার ৪৬৯ জন সেনা হতাহত হয়েছে যার মধ্যে মারা গেছে ২,২১৮ জন। এই লড়াইয়ে ইউক্রেনের ১২টি যুদ্ধবিমান, ছয়টি দীর্ঘ পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা, ৯৭টি আর্টিলারি রকেট লঞ্চার এবং প্রায় ২০০টি ট্যাংক ও সাঁজোয়াযান ধ্বংস হয়েছে। এছাড়া, ইউক্রেনের সেনারা লিসিচানস্ক শহরে প্রায় ৪০টি গাড়ি ফেলে পালিয়েছে।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ দেশটির কর্মকর্তারা নিজেদের সেনাদের মারাত্মক বিপর্যয়ের কথা জানিয়েছিলেন। তারা বলেছেন, রুশ সেনাদের অভিযানের মুখে প্রতিদিন ২০০’র বেশি সেনা নিহত হচ্ছে এবং রণাঙ্গনে টিকতে পারছ না। এজন্য তারা পশ্চিমা দেশগুলোকে দ্রুতগতিতে প্রতিশ্রুত সামরিক সহায়তা পাঠানোর আহ্বান জানান।খবর পার্সটুডে /এনবিএস/ ২০২২/একে 

news