ইরানে টানা ৬০ ঘণ্টা ধরে ইন্টারনেট সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে। ইন্টারনেট মনিটরিং প্রতিষ্ঠান নেটব্লকস এই তথ্য নিশ্চিত করেছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এটি ২০১৯ সালের পর দেশটির সবচেয়ে দীর্ঘস্থায়ী ইন্টারনেট অবরোধ।

প্রধান তথ্য:

নেটব্লকসের পর্যবেক্ষণে দেখা গেছে, ইরানের ৯৫% ইন্টারনেট ট্রাফিক বন্ধ

সরকারি দাবি: "ইসরায়েলি সাইবার হামলা প্রতিরোধে এই ব্যবস্থা"

বিশ্লেষকদের মতে, বাস্তবে এটি অভ্যন্তরীণ অস্থিরতা নিয়ন্ত্রণের চেষ্টা

২০২২ সালের মাহসা আমিনি বিক্ষোভের সময়ও এমন কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি

নেটব্লকসের গবেষণা পরিচালক ইসিক মাতের বলেন, "এটি অস্বাভাবিক। সাধারণত আন্তর্জাতিক সংঘাতের সময় ইরান ইন্টারনেট চালু রাখে।" বিশেষজ্ঞরা মনে করছেন, ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই দেশটিতে নতুন কোনো অভ্যন্তরীণ অস্থিরতা দেখা দিতে পারে বলে সরকার আতঙ্কিত।

ইরানের নাগরিকরা জানিয়েছেন, তারা বিদেশি মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করতে পারছেন না। এমনকি স্থানীয় নেটওয়ার্কও অকার্যকর। গত কয়েক দিনে ইসরায়েল-ইরান সংঘাত তীব্র হওয়ায় এই ইন্টারনেট অবরোধ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়িয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে ইন্টারনেট বিচ্ছিন্নতা নতুন করে শঙ্কা তৈরি করেছে।

news