ইরানবিরোধী ষড়যন্ত্রের বীজ উৎসভূমিতে শুকিয়ে ফেলা হবে: তাংসিরি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌকমান্ডার বলেছেন, তার দেশের ওপর আগ্রাসন চালালে শত্রুকে বেদনাদায়ক শিক্ষা দেয়া হবে। পারস্য উপসাগরের হরমুজ প্রণালির নিকটবর্তী চারটি ইরানি দ্বীপ পরিদর্শনে গিয়ে রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শত্রুর বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে ইরানের নৌ প্রস্তুতি পরিদর্শনের জন্য জেনারেল তাংসিরি সোমবার তোম্বে কুচাক, তোম্বে বোজোর্গ, আবু মুসা ও সিরি দ্বীপ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, শত্রু যদি নির্বোধের মতো বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা ইরানের ওপর আগ্রাসন চালিয়ে বসে তাহলে তাকে তার সঙ্গীসাথীসহ বেদনাদায়ক শিক্ষা দেয়া হবে। আইআরজিসির নৌকমান্ডার বলেন, ইরানবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বীজকে এর উৎসভূমিতেই শুকিয়ে ফেলা হবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার মুহূর্তে এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন অ্যাডমিরাল তাংসিরি।  

তিনি বলেন, পারস্য উপসাগর তীরবর্তী দেশগুলো সম্মিলিতভাবে নিজেরাই এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। সেক্ষেত্রে কোনো বহিঃশক্তি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা দেয়ার অজুহাতে এ অঞ্চল সামরিক উপস্থিতি ঘটানোর সাহস পাবে না।পারস্য উপসাগরে ইরানের নৌবাহিনী সর্বোচ্চ যুদ্ধের প্রস্তুতিতে রয়েছে বলেও জানান জেনারেল তাংসিরি।

ইরানের পররাষ্ট্রনীতি বিষয়ক কৌশলগত পরিষদের প্রধান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল খাররাজি একই ধরনের বক্তব্য দেয়ার একদিন পর অ্যাডমিরাল তাংসিরি এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন। খাররাজি রোববার আল-জাযিরাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, যেকোনো প্রতিবেশী দেশের পক্ষ থেকে ইরানের জাতীয় নিরাপত্তা হুমকিগ্রস্ত করা হলে তেহরান তার সমুচিত জবাব দেবে। তিনি ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারী আরব দেশগুলোকে ইঙ্গিত করে এ সতর্কবাণী উচ্চারণ করেন।সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে যদিও এ ধরনের কোনো সিদ্ধান্ত তেহরান নেয়নি।খবর পার্সটুডে/এনবিএস২০২২/একে

news