সমগ্র ইরানজুড়ে আজ পালিত হলো পবিত্র ঈদে গাদির

আজ সমগ্র ইরান জুড়ে আনন্দ ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হলো মুসলমানদের মহান ঈদে গাদির। মিছিল শোভাযাত্রা এবং মিষ্টি ও উপহার বিতরণের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে এই দিবসটি।

গাদিরে খোম মক্কা ও মদিনার মধ্যবর্তী একটি স্থানের নাম। হযরত মুহাম্মাদ (সা) বিদায় হজ্জের পর এই দিনে হযরত আলি (আ) কে তাঁর পরবর্তী 'ওলি' বা নেতা হিসেবে ঘোষণা করেছিলেন।

মহান আহলে বাইত (আ) প্রেমিরা দ্বীনের পরিপূর্ণতার নিয়ামতপূর্ণ এই দিবসকে ঈদ হিসেবে উদযাপন করেন। আমাদের সংবাদদাতা জানিয়েছেন এই ঈদ উপলক্ষে সমগ্র ইরানজুড়ে আনন্দ-শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

ইরানের জনগণ রাস্তায় রাস্তায় প্যান্ডেল বানিয়ে শরবত, মিষ্টি বিতরণ করে, উপহার সামগ্রী বিলিয়ে গাদিরে খোম ঈদ পালন করেছে।

ইসলামি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী পবিত্র এই ঈদ উপলক্ষে ২ হাজার ২৭২ জন শাস্তিপ্রাপ্ত কয়েদির সাজা হ্রাস এবং মওকুফ করেছেন।খবর পার্সটুডে/এনবিএস২০২২/একে

news