রাজনৈতিক উপায়ে সিরিয়া সংকট সমাধানের আহ্বান জানালেন নেতারা

সিরিয়া শান্তি প্রক্রিয়া নিয়ে ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যে ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সিরিয়ায় বিদেশি হস্তক্ষেপের নিন্দা জানানোর পাশাপাশি বলা হয়েছে, সিরিয়ার সরকার ও জনগণের তাদের নিজেদের ভাগ্য নির্ধারণ করার অধিকার রয়েছে।

সিরিয়া সংকট নিরসনের লক্ষ্যে ২০১৭ সালে ইরান, রাশিয়া ও তুরস্কের উদ্যোগে যে ‘আস্তানা শান্তি প্রক্রিয়া’ শুরু হয়েছিল প্রকৃতপক্ষ মঙ্গলবারের বৈঠক ছিল তার সপ্তম শীর্ষ সম্মেলন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এ সম্মেলনে নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রথম আস্তানা সম্মেলনের পর থেকেই সিরিয়ায় সন্ত্রাসবাদ ও সহিংসতা প্রশমিত হতে থাকে এবং আস্তে আস্তে তা স্তিমিত হয়ে আসে। 

শীর্ষ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট রায়িসি বলেন, সিরিয়ার জনগণকে তাদের নিজেদের ভাগ্য নির্ধারণ করার সুযোগ দিতে হবে এবং দেশটিতে বহিঃশক্তির যেকোনো হস্তক্ষেপ পরিস্থিতিকে আরো জটিল করবে মাত্র। তিনি বলেন, তেহরান, মস্কো ও আঙ্কারা সব সময় সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধান চেয়েছে। তিনি সিরিয়ার ওপর আমেরিকার কঠোর নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে বলেন, এ নিষেধাজ্ঞার ফলে কেবল দেশটির জনগণ দুর্ভোগের মধ্যে পড়েছে।

ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট সিরিয়ার প্রাকৃতিক সম্পদ লুট করার জন্য পশ্চিমা দেশগুলোর তীব্র নিন্দা জানান এবং দেশটিকে খণ্ড-বিখণ্ড করে ফেলার পশ্চিমা ষড়যন্ত্রের সমালোচনা করেন। তিনি নিঃশর্তভাবে দামেস্কের হাতে মানবিক ত্রাণ পৌঁছে দেয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান। পুতিন বলেন, সিরিয়ার জনগণ যাতে নিজেরাই তাদের ভাগ্য নির্ধারণ করতে পারে সে সুযোগ করে দেয়ার জন্য দেশটিতে বিদেশি হস্তক্ষেপ বন্ধ করতে হবে। তিনি সিরিয়া বিষয়ক সপ্তম শীর্ষ সম্মেলনকে ফলপ্রসূ বলে বর্ণনা করেন।

সম্মেলনে দেয়া বক্তব্যে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন, সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা করার যেকোনো পদক্ষেপ আস্তানা শান্তি প্রক্রিয়ার মাধ্যমে নিতে হবে। তিনি বলেন, আমরা সবাই এ ব্যাপারে একমত যে, একমাত্র রাজনৈতিক উপায়ে সিরিয়া সংকটের সমাধান করতে হবে।খবর পার্সটুডে/এনবিএস/একে 

news