ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি স্কুলভবন ধসে পড়েছে। এ ঘটনায় কমপক্ষে ৫০ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।

দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা প্রতিষ্ঠান, ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি (বাসারনাস) সূত্রে জানা গেছে, উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ৫০ জনকে মৃত এবং ১০৪ জনকে জীবিত উদ্ধার করতে পেরেছেন। এছাড়া ১৮ জন এখনও নিখোঁজ রয়েছেন। খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।

বাসারনাসের অপারেশন বিভাগের পরিচালক ইউধি ব্রামান্তি রবিবার সন্ধ্যায় সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, ভবনটির প্রায় ৬০ শতাংশ ধ্বংসাবশেষ ইতিমধ্যেই পরিষ্কার করা হয়েছে। তবে স্কুলভবনের সঙ্গে সংলগ্ন আরেকটি ভবনও ধসে পড়ায়, স্কুল চত্বর ও আশপাশের এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিখোঁজদের বেশিরভাগই সেই সংলগ্ন ভবন থেকে।

স্কুলটির কয়েকজন শিক্ষক জানিয়েছেন, শ্রেণীকক্ষের সংখ্যা বাড়ানোর জন্য স্কুলের ছাদে নতুন তলা নির্মাণ কাজ চলছিল। কিন্তু নতুন তলা তৈরি করার জন্য প্রয়োজনীয় ভিত্তি বা ফাউন্ডেশন না থাকা সত্ত্বেও তা নির্মাণ করা হয়েছিল। এই অবহেলার কারণে ধ্বংসের মাত্রা অনেক বেশি হয়েছে।

উদ্ধারকর্মীরা দুর্গম এলাকার কারণে কাজের সময় নিয়ে ধীরে ধীরে এগোচ্ছে, যাতে আরও জীবিত মানুষ উদ্ধার করা সম্ভব হয়।

 

news