আন্তর্জাতিক তত্ত্বাবধানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যে অস্ত্র সমর্পণে সম্মত হয়েছে—এমন খবরকে তারা ‘বানোয়াট ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার অধীনে হামাসের অস্ত্র হস্তান্তরের বিষয়ে প্রকাশিত গণমাধ্যমের খবর সম্পূর্ণ অস্বীকার করেছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী। এর আগে কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, হামাস আন্তর্জাতিক তত্ত্বাবধানে ফিলিস্তিনি-মিশরীয় প্রশাসনের কাছে অস্ত্র হস্তান্তরে সম্মত হয়েছে।

হামাসের সিনিয়র সদস্য মাহমুদ মারদাউই এক বিবৃতিতে বলেন,
“যুদ্ধবিরতি আলোচনার গতিপথ এবং অস্ত্র হস্তান্তরের বিষয়ে হামাসের অবস্থান সম্পর্কে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগগুলো আমরা স্পষ্টভাবে অস্বীকার করছি।”

তিনি এই সংবাদগুলোকে ভিত্তিহীন উল্লেখ করে বলেছেন, “এগুলো হামাসের অবস্থান বিকৃত করা এবং জনমতকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে ছড়ানো হয়েছে।”

মারদাউই সংবাদমাধ্যমগুলোকে আহ্বান জানিয়েছেন, তারা যেন তথ্য যাচাই এবং বিশ্বাসযোগ্য সূত্রের ওপর নির্ভর করে রিপোর্ট প্রকাশ করে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, যাচাই ছাড়া কোনো তথ্য প্রকাশ করবেন না।

এর আগে ২৯ সেপ্টেম্বর ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধে ২০ দফা পরিকল্পনা ঘোষণা করেন। পরিকল্পনায় রয়েছে:

ইসরায়েলি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি

যুদ্ধবিরতি

হামাসের নিরস্ত্রীকরণ

গাজা পুনর্নির্মাণ

হামাস নীতিগতভাবে পরিকল্পনার অধিকাংশ বিষয়ে সম্মত হয়েছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য সোমবার মিশরে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে নিরস্ত্রীকরণের বিষয়ে হামাস এখনও স্পষ্ট অবস্থান জানিয়েছে না।

 

news