মাত্র ১৫ হাজার টাকায় মিলবে ১০ বছরের ভিসা! মেধাবীদের আকৃষ্ট করতে নতুন 'কালচারাল ভিসা' চালু করল মধ্যপ্রাচ্যের এই দেশমধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের অন্যতম দেশ ওমান বিশ্বের বিভিন্ন প্রান্তের মেধাবী ও সৃষ্টিশীল মানুষদের আকৃষ্ট করতে 'কালচারাল ভিসা' নামে একটি নতুন এবং আকর্ষণীয় ভিসা প্রকল্প চালু করেছে। এই নতুন প্রকল্পের মূল উদ্দেশ্য হলো দেশটির শিল্প ও সংস্কৃতি খাতে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিদের যুক্ত করা।
এই বিশেষ ভিসা প্রকল্পের আওতায় বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিরা নিম্নলিখিত কাজগুলোর জন্য অস্থায়ী ভিসা পাবেন:বিনিময় কার্যক্রম ও শৈল্পিক নির্দেশনাযৌথ গবেষণা ও সাহিত্য বিষয়ক সম্মেলনবিভিন্ন উৎসব ও শিল্পকলা সংক্রান্ত কাজে অংশগ্রহণএই ভিসার মেয়াদ অনুযায়ী মোট তিনটি ক্যাটাগরি রয়েছে:ক্যাটাগরিসময়সীমাবার্ষিক ভিসা ফি (ওমানি রিয়াল/টাকা)স্বল্পমেয়াদি১ বছরনির্দিষ্ট নেইমধ্যমমেয়াদী৫ বছর৫০ ওমানি রিয়াল (প্রায় ১৫,৮৮৩ টাকা)দীর্ঘমেয়াদী১০ বছর৫০ ওমানি রিয়াল (প্রায় ১৫,৮৮৩ টাকা)উল্লেখ্য, কেবল মধ্যম ও দীর্ঘমেয়াদী ভিসাধারীদেরই প্রতি বছর ভিসা ফি হিসেবে ৫০ ওমানি রিয়াল বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার ৮৮৩ টাকা পরিশোধ করতে হবে।
পারবেন!কালচারাল ভিসার আরও একটি দারুণ সুবিধা হলো, এই ভিসাধারীরা যখন ওমান ভ্রমণ করবেন, তখন তাদের বিবাহিত সঙ্গী এবং ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যেমন: বাবা-মা ও সহোদর ভাইবোন-দেরও সঙ্গে নিয়ে যেতে পারবেন। এটি প্রবাসে পরিবারকে পাশে রাখার একটি বড় সুযোগ।
কোনো বিদেশি নাগরিক এই ভিসা পেলে তাকে অবশ্যই ভিসা ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৩ মাসের মধ্যে ওমানে গিয়ে ভিসাটি সক্রিয়) করতে হবে। এছাড়া, যদি কেউ এই ভিসার অপব্যবহার করে, সেক্ষেত্রে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হবে বলেও এক বিবৃতিতে জানিয়েছে ওমানের রয়্যাল ওমান পুলিশ
