ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে কটাক্ষ করেছেন। তিনি ট্রাম্পকে 'ফেরাউন' আখ্যা দিয়ে একটি ব্যাঙ্গাত্মক কার্টুন পোস্ট করেছেন তাঁর অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) পেজে।
সোমবার (১২ জানুয়ারি) এই কার্টুনটি পোস্ট করা হয়। এতে ট্রাম্পকে একটি ভাঙনধরা প্রাচীন মিশরীয় কফিনের (সারকোফাগাস) ভেতর দেখানো হয়েছে, যার গায়ে খোদাই করা আছে যুক্তরাষ্ট্রের পতাকা ও সরকারী সিল। কার্টুনটিতে স্পষ্ট দেখা যাচ্ছে, কফিনটি ফেটে চূর্ণবিচূর্ণ হয়ে পড়ছে।
কার্টুনের উপরে ইংরেজিতে লেখা রয়েছে, "Like a Pharaoh" অর্থাৎ "ফেরাউনের মতো"। পোস্টের ক্যাপশনে আরও স্পষ্ট করে ইরানের পাহলভি রাজবংশের শেষ দুই শাহ- রেজা শাহ ও মোহাম্মদ রেজা শাহের পতনের উদাহরণ টেনে বলা হয়েছে, "এই ব্যক্তি যে অহংকার ও দম্ভ নিয়ে সারা বিশ্বের বিচার করে, তারও জানা উচিত—ফারাও, নমরুদ, রেজা শাহ, মোহাম্মদ রেজা শাহ এবং তাদের মতো বিশ্বের অত্যাচারী ও দাম্ভিক শাসকরা সবাই অহংকারের চূড়ায় থাকা অবস্থাতেই উৎখাত হয়েছিল।"
এই পোস্টের মাধ্যমে খামেনি ইঙ্গিত দিচ্ছেন, ট্রাম্পেরও একদিন একই পরিণতি হবে। কার্টুন ও বার্তাটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান তীব্র কূটনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েনেরই প্রতিফলন। গত কয়েক বছর ধরে ইরানের পরমাণু চুক্তি, মধ্যপ্রাচ্যের ক্ষমতার দ্বন্দ্ব ও বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে দুদেশের সম্পর্ক চরম প্রতিদ্বন্দ্বিতায় রূপ নিয়েছে।
খামেনির এই কার্টুন পোস্ট সামাজিক মাধ্যমেও দ্রুত ছড়িয়ে পড়েছে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
