মস্কোয় গাড়ি বোমা হামলাকারী সন্দেহভাজনের ফুটেজ প্রকাশ করেছে রাশিয়া

রাশিয়ার রাজধানী মস্কোয় গত শনিবার গাড়ি বোমা হামলায় দারিয়া দুগনিয়া নামে একজন নামকরা সাংবাদিক হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হামলাকারীর ভিডিও ফুটেজ প্রকাশ করেছে রাশিয়া গোয়েন্দা সংস্থা এফএসবি।

এতে দেখা যায়- সন্দেহভাজন ভোভক ও তার কিশোরী মেয়ে রাশিয়ায় দুগিনার বাসভবনের ভিতরে প্রবেশ করেছেন এবং দ্রুত দেশটির ছেড়ে চলে যাচ্ছেন।

গতকাল সোমবার এফএসবি ৪৩ বছর বয়সী ভোভককে প্রধান সন্দেহভাজন হিসেবে নাম ঘোষণা করে। ২৩ জুলাই ইউক্রেনের এ নাগরিক রাশিয়ায় প্রবেশ করেন। গোয়েন্দা পরীক্ষা-নিরীক্ষা এড়ানোর লক্ষ্যে এ সময় তিনি দোনেস্ক প্রজাতন্ত্রের গাড়ির লাইসেন্স ব্যবহার করেন।

মস্কোয় অবস্থানকালে তিনি তার মিনি কুপার গাড়িতে কাজাখস্তানের প্লেট ব্যবহার করেন। কাজাখস্তান হচ্ছে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশ। বোমা হামলার পরে রোববার তিনি ইউক্রেনের প্লেট লাগিয়ে এস্তোনিয়া চলে যান। দারিয়া দুগনিয়া হত্যা মামলার প্রধান এই সন্দেহভাজনের গাড়িতে যে সমস্ত প্লেট ব্যবহার করা হয়েছে তার সবগুলো এই ভিডিও ফুটেজে তুলে ধরা হয়েছে। খবর পার্স টুডে/এনবিএস/২০২২/একে

news