সীমানার হাজার হাজার কিমি দূরেও শত্রুরা ইরানের পর্যবেক্ষণে: অ্যারোস্পেস ফোর্স

 

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা সাবাহিফার্দ বলেছেন, আমাদের কাছে এখন এমন সব সরঞ্জাম রয়েছে যা দিয়ে দেশের সীমানা থেকে হাজার হাজার কিলোমিটার দূরেও শত্রুদের তৎপরতা পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, বিনা অনুমতিতে ইরানের সীমানায় কোনো উড়ন্ত বস্তুর উপস্থিতি সহ্য করা হবে না, কঠোর জবাব দেওয়া হবে।

আজ (শুক্রবার) তেহরানে নিযুক্ত বিভিন্ন দেশের সামরিক অ্যাটাশে'র সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। সেনাবাহিনীর অ্যারোস্পেস ফোর্স গঠনের বার্ষিকী উপলক্ষে এ বৈঠকের আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, বর্তমানে ইরানের সেনাবাহিনীর অ্যারোস্পেস ফোর্স নিজেদের উদ্ভাবিত নানা প্রযুক্তি ব্যবহার করে এবং চৌকস ও কর্মদক্ষ সদস্যদের সহায়তায় গোটা অঞ্চলে এক বৃহৎ শক্তিতে পরিণত হয়েছে। শত্রুদের নানা নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতা উপেক্ষা করেই এই অবস্থান অর্জন করতে সক্ষম হয়েছে ইরানি সেনারা।

সাবাহিফার্দ বলেন, বর্তমানে ইরানের অ্যারোস্পেস ফোর্স এ সংক্রান্ত সরঞ্জামের জন্য বিশ্বের কোনো দেশের ওপর নির্ভরশীল নয়।

এর আগে গত মাসে তিনি জানিয়েছিলেন, আকাশ প্রতিরক্ষা সংক্রান্ত বিশ্বের সবচেয়ে জটিল প্রযুক্তি তাদের হাতে রয়েছে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news