ইউরোপীয় ইউনিয়নের বাধা সত্বেও রুশ নাগরিকদের ভিসা দেবে হাঙ্গেরি

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজারিও বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ভিসা প্রক্রিয়া কঠিন করার পরও তার দেশ রাশিয়ার নাগরিকদের জন্য ভিসা দেয়া অব্যাহত রাখবে।

রাশিয়ার বার্তা সংস্থার তাস-এর সঙ্গে গতকাল (শুক্রবার) এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। সিজারিও বলেন, রাশিয়ার নাগরিকদের জন্য সম্প্রতি ভিসা সুবিধা বাতিল করার জন্য ইউরোপীয় ইউনিয়ন যে পদক্ষেপ নিয়েছে তার অর্থ এই নয় যে, রুশ নাগরিকরা ভিসা পাবে না। তারা ভিসা পাবে তবে প্রক্রিয়াটা একটু জটিল হয়েছে এবং ভিসা পেতে কিছুটা দেরি হতে পারে।

তিনি জোরালোভাবে বলেন, হাঙ্গেরি রুশ নাগরিকদের জন্য ভিসা ইস্যু করার প্রক্রিয়া অব্যাহত রাখবে।

শুক্রবার যখন রাষ্ট্রপতি রাশিয়ার নাগরিকদের জন্য ভিসা ইস্যু করা অব্যাহত রাখার ঘোষণা দেন, ঠিক সেই দিনই ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেন যে, তারা রাশিয়ার জন্য ভিসা বন্ধ করে দেবে।
খবর পার্সটুডে /এনবিএস/২০২২/একে

news