৪ বিদেশি বন্দিকে মুক্তি দিলো মিয়ানমার

জাতীয় বিজয় দিবস উপলক্ষে সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় মিয়ানমারের সামরিক জান্তা চারজন বিদেশি কারাবন্দিকে মুক্তি দিয়েছে। এর মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ান শিক্ষাবিদ, জাপানের চিত্রনির্মাতা এবং সাবেক ব্রিটিশ কূটনীতিক। 
মেজর জেনারেল জো মিন তুন ইয়ানগুনের মিডিয়া গ্রুপের ‘ভয়েস অব মিয়ানমার’-কে বৃহস্পতিবার বলেছেন, সিন টার্নেল, তরু কুবোটা, ভিকি বাউম্যান এবং আরেকজন মার্কিন নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে।

সিডনির ম্যাকোয়ারি ইউনিভার্সিটির অর্থনীতির সহযোগী অধ্যাপক টার্নেল ছিলেন নির্বাচিত নেতা অং সান সুচির অর্থ উপদেষ্টা। সেনাবাহিনী ক্ষমতাগ্রহণের পরপরই ইয়ানগুনের একটি হোটেল থেকে নিরাপত্তা বাহিনী তাকে গ্রেপ্তার করে। তারপর মিয়ানমারের গোপন নথি ও ইমিগ্রেশন আইন ভঙ্গ করার অভিযোগে গত সেপ্টেম্বর মাসে তাকে তিন বছরের সাজা দেওয়া হয়। 

সেনাবাহিনী ক্ষমতাগ্রহণের পর শুরু হওয়া বিক্ষোভের ছবি ও ভিডিও ধারণের কারণে গত ৩০ জুলাই কুবোটাকে সাদা পোশাকের নিরাপত্তা বাহিনী ইয়ানগুন থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, তিনি বিক্ষোভে অংশগ্রহণ করেছেন এবং আরো কিছু অভিযোগে ১০ বছরের সাজা দেওয়া হয়। 

বাউম্যান ছিলেন মিয়ানমারে নিযুক্ত ব্রিটেনের সাবেক রাষ্ট্রদূত। তার স্বামী মিয়ানমারের নাগরিক। তাকে ইয়ানগুন থেকে গত আগস্ট মাসে গ্রেপ্তার করা হয়। তাকে বাড়ি রেজিস্ট্রেশনে ব্যর্থ হওয়ার কারণে এক বছরের সাজা দেওয়া হয়। 

সেনা অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে চলছে রাজনৈতিক বিশৃংখলা। এর পরপরই বেসামরিক নেতা অং সান সুচিকে আটক করে সামরিক কর্তৃপক্ষ। এরপর দেশব্যাপী শুরু হয় বিক্ষোভ, যা এখন সশস্ত্র যুদ্ধে পরিণত হয়েছে।    

news