আইএইএর নির্বাহী বোর্ডে ইরানবিরোধী প্রস্তাব পাস: প্রত্যাখ্যান করল তেহরান

আমেরিকা ও তিন ইউরোপীয় দেশ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র নির্বাহী বোর্ডের মিটিংয়ে ইরানের বিরুদ্ধে যে প্রস্তাব পাস করেছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, এই প্রস্তাব উত্থাপনকারী দেশগুলো ইরানে দাঙ্গা ছড়িয়ে দিয়ে এদেশের সরকারের ওপর চাপ সৃষ্টি করতে ব্যর্থ হওয়ার পর এ পদক্ষেপ নিয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) আইএইএ’র নির্বাহী বোর্ডে পশ্চিমা দেশগুলোর আনীত প্রস্তাবটি পাস হয় যেখানে ওই বিশ্ব সংস্থাকে ইরান প্রয়োজনীয় সহযোগিতা করছে না বলে অভিযোগ আনা হয়। আমিরকা, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবটির বিরুদ্ধে ভোট দিয়েছে রাশিয়া ও চীন। গত ছয় মাসে চীন ও রাশিয়া দ্বিতীয়বারের মতো আইএইএ’র কোনো ভোটাভুটিতে ভেটো দিল।


আইএইএর  ইরানবিরোধী প্রস্তাব  প্রত্যাখ্যান করল তেহরান
আইএইএতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহসেন নাজিরি-আস্‌ল হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, এই প্রস্তাবের কারণে তার দেশ এতদিন ওই বিশ্ব সংস্থাকে যে সহযোগিতা করে আসছিল তা বিঘ্নিত হবে। তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করছি এই প্রস্তাবের মাধ্যমে কোনো কিছু অর্জন করা যাবে না। ইরানি জনগণের বিরুদ্ধে আরো বেশি নিষেধজ্ঞা আরোপ করার অজুহাত হিসেবে এই প্রস্তাব পাস করা হয়েছে। 

এর আগে বুধবার প্রস্তাবটি আইএইএর নির্বাহী বোর্ডে উত্থাপন বা পাস হওয়ার আগে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি বলেছিলেন, তার দেশে কথিত ‘অঘোষিত’ পরমাণু স্থাপনা থাকার যে দাবি আইএইএ করেছিল তার ‘যুক্তিসঙ্গত’ জবাব ওই সংস্থাকে দেয়া হয়েছে। কিন্তু তারপরও আইএইএর নির্বাহী বোর্ডের সভায় ইরানের বিরুদ্ধে উত্থাপনের জন্য যে প্রস্তাবের খসড়া তৈরি করা হয়েছে তা ওই সংস্থার ‘সদিচ্ছার অভাব’ তুলে ধরেছে।
 খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news