সিরিয়া থেকে ছোঁড়া রকেটে তুরস্কের তিন নাগরিক নিহত

সিরিয়ার ভেতর থেকে ছোঁড়া রকেটে তুরস্কের তিন নাগরিক নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে সিরিয়ার কুর্দি গেরিলা ওয়াইপিজি তুরস্কের সীমান্তবর্তী কারকামিস শহরে এই হামলা করেছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আজ (সোমবার) এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, পাঁচটি রকেট নিক্ষেপ করা হয়েছে এর মধ্যে একটি রকেট স্কুলে আঘাত হানে। এতে ৬ জন আহত হয়েছে যার মধ্যে দু জনের অবস্থা গুরুতর।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর তথ্য মতে- সিরিয়া থেকে ছোঁড়া রকেট দুটি বাড়ি এবং কারকামিস সীমান্ত পার হওয়া একটি ট্রাকের ওপর আঘাত হানে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা যায়- স্কুলের জানালা দরজা ভেঙে চুরমার হয়ে গেছে এবং একটি ট্রাক আগুনে জ্বলছে।

এর আগে সোমবার তুরস্কের সামরিক বাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলের কয়েকটি কুর্দি গেরিলা অবস্থানে বিমান হামলা চালায়। এর একদিন পর সিরিয়ার উত্তর অঞ্চল থেকে তুরস্কের ভেতরে এই রকেট হামলা চালানো হলো। তুরস্কের বিমান হামলায় সিরিয়ার ৩১ ব্যাক্তি নিহত হয়েছে।

ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news