৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা ইরানের অধিকার: শাহরিয়ার হায়দারি

ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক ইসলামি পরিষদের প্রধান শাহরিয়ার হায়দারী বলেছেন, দেশের জ্বালানি, ওষুধ এবং অন্যান্য শান্তিপূর্ণ কর্মকাণ্ডে ব্যবহারের জন্য শতকরা ষাট ভাগ বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ইরানের রয়েছে।

গতকাল (রোববার) তিনি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে বলেন, পরমাণু ক্ষেত্রে কাঙ্খিত উন্নয়নের জন্য দেশের জনগণ পশ্চিমাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে না।

তিনি বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র বোর্ড অব গভর্নর্স বিশ্বের সব দেশের পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণ করার জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান কিন্তু ইরানের প্রসঙ্গ যখন আসে তখন এই প্রতিষ্ঠানটি ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকার রাজনৈতিক চাপের কারণে সঠিকভাবে কাজ করতে পারে না।

হায়দারি বলেন, আইএইএ’র পর্যবেক্ষক দল সবসময় ইরানের পরমাণূ স্থাপনাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পরিদর্শন করে এবং অনেকবার ইরানের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ বলে ঘোষণা করেছে। সেক্ষেত্রে, সম্প্রতি আইএইএ ইরানের বিরুদ্ধে যে প্রস্তাব পাস করেছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

হায়দারি আরো বলেন, যেহেতু ইরানের জনগণ এবং জাতীয় সংসদ পরমাণু কর্মসূচি পরিচালনার পক্ষে এবং এটি যেহেতু দেশের কৌশলগত নীতির অংশ, সে কারণে ইরানের সরকার এবং নীতি নির্ধারণী পরিষদ পশ্চিমাদের আরোপ করা সমস্ত নিষেধাজ্ঞা বানচাল করে দিতে দৃঢ় প্রতিজ্ঞ।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news