চিনে করোনার তিন ঢেউ আছড়ে পড়বে, শহর-গ্রামে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছেন বয়স্করা

 করোনার তিন ঢেউ আছড়ে পড়তে চলেছে চিনে। মৃত্যু হবে ১০ লাখের বেশি মানুষের। এমনটাই পূর্বাভাস দিয়েছেন বিজ্ঞানীরা। আশঙ্কা করা হচ্ছে, এক সপ্তাহের মধ্যে সে দেশে সংক্রমণ শিখরে পৌঁছতে পারে। এখনই হাসপাতালে তিল ধারণের জায়গা নেই। একদিনে ৩ কোটির বেশি মানুষের আক্রান্ত হওয়ার খবরও মিলেছে। প্রাণ বাঁচাতে তাই চিনে নিজেদের ভিটেমাটি ছেড়ে পালাচ্ছেন বয়স্করা।

বিশ্বজুড়ে ভাইরাস বিশেষজ্ঞরাই পূর্বাভাস দিয়েছেন, আগামী দিনে চিনে কোভিড পরিস্থিতি ভয়ঙ্কর চেহারা নিতে পারে। জানুয়ারি মাসে সে দেশে দৈনিক সংক্রমণ হতে পারে ৩০ লক্ষেরও বেশি। মার্চে এই সংখ্যা ছুঁতে পারে ৪০ লক্ষ। আগের বারও অতি মহামারী শুরু হওয়ার পরে বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছিল। এবারেও তার সম্ভাবনা আছে। কারণ করোনার যে প্রজাতি বিএফ.৭ ছড়িয়ে পড়েছে তা খুব দ্রুত সংক্রমণ ছড়াতে পারে। একজন আক্রান্তের থেকে ১৮ জন সংক্রমিত হতে পারে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম হলে বা কোমর্বিডিটি থাকলে, প্রাণ সংশয়ের সম্ভাবনাও বেশি। কাজেই প্রৌঢ় ও প্রবীণদের ভয়ই বেশি। 

দিনকয়েক আগেই করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ বছর বয়সী উয়েন লু। বেজিংয়ে মূল শহর থেকে বাইরেই তাঁদের বাড়ি। লু জানিয়েছেন, বেজিংয়ের পরিস্থিতি ভয়ানক। বাড়িতে বাড়িতে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। হাসপাতালগুলি উপচে পড়ছে। লু নিজে আক্রান্ত হওয়ার পরে নিজেকে আইসোলেশনে রেখেছিলেন। কিন্তু তাঁর মা-বাবারও সংক্রমণের লক্ষণ দেখা দিয়েছে। লু বলছেন, বৃদ্ধ দাদু-ঠাকুমাকে তাঁরা শহরের একেবারে বাইরে অন্য নির্জন জায়গায় রেখে এসেছেন। কারণ সংক্রমিত হলে তাঁদের আর বাঁচানো যাবে না। 
চিনের যে প্রদেশগুলিতে সংক্রমণের সুনামি শুরু হয়েছে, সেখানকার পরিস্থিতি এরকমই। শহর-গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন বয়স্করা। চাইনিজ সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মুখ্য মহামারী বিশেষজ্ঞ উ জুনিউ বলেছেন, এই মুহূর্তে যে হারে সংক্রমণ ছড়াচ্ছে তাতে শীতের তিন মাসে তিনটি ঢেউ আছড়ে পড়তে পারে। জুনিউয়ের দাবি, জানুয়ারির মাঝামাঝি প্রথম ঢেউ আছড়ে পড়তে পারে। ২১ জানুয়ারি থেকে দেশে নববর্ষ উপলক্ষে জন সমাগম বাড়বে। তাতে আছড়ে পড়বে দ্বিতীয় ঢেউ। ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের মাঝামাঝি সাধারণ মানুষ কর্মক্ষেত্রে ফিরতে শুরু করলে,  চিনে তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন তিনি।
 খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে
 

news