থার্মোমিটার ধরতেই দুই গালে দুরকম তাপমাত্রা! চিনের করোনা-আক্রান্ত ছেলের ভিডিও ভাইরাল


 চিনে (China) ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ (Covid 19)। কোভিড-আক্রান্ত রোগীতে ভরে গেছে সেখানকার হাসপাতাল। শয্যার অভাবে হাসপাতালের মেঝেতে শুইয়েই রোগীকে সিপিআর দিচ্ছেন চিকিৎসক, এমন দৃশ্যও দেখা গেছে। তারই মধ্যে চিনের একটি আশ্চর্য ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে, যেখানে দেখা যাচ্ছে করোনা আক্রান্ত একটি শিশুর দুই গালে এবং কপালের কাছে থার্মোমিটার ধরতেই প্রতি জায়গায় বদলে যাচ্ছে তাপমাত্রা (Thermometer Shows Different Readings)!
ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি নো-কন্ট্যাক্ট ডিজিটাল থার্মোমিটার দিয়ে বছর দশ-বারোর একটি ছেলের গালের তাপমাত্রা চেক করছেন এক ব্যক্তি। নো কন্ট্যাক্ট থার্মোমিটারের ক্ষেত্রে শরীরে স্পর্শ করার প্রয়োজন হয় না, কাছে আনলেই তাতে ফুটে ওঠে তাপমাত্রা। সেই যন্ত্রটি ছেলেটির বাঁ-গালের কাছে আনতেই যন্ত্রে একটি তাপমাত্রা ফুটে ওঠে। আশ্চর্যজনকভাবে থার্মোমিটারটি ছেলেটির ডান গালের কাছে নিয়ে আসতেই সম্পূর্ণ অন্য একটি তাপমাত্রা ফুটে উঠে স্ক্রিনে। এমনকি সেটি কপালের কাছে আনার পরে ফের অন্য একটি তাপমাত্রা দেখা যায়।

সূত্রের খবর গত কুড়ি ডিসেম্বর চিনের লিযয়াউইনিং প্রভিন্সে রেকর্ড করা হয়েছে ভিডিওটি। যিনি থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা চেক করছিলেন তিনি ছেলেটির বাবা। ছেলেটির দুটি গালের ক্ষেত্রে থার্মোমিটারে একবার ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস এবং অন্যবার ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস রিডিং ফুটে ওঠে।
যদিও জানা গেছে, পরের দিন ছেলেটির জ্বর কমে যাওয়ার পর আর এমন আশ্চর্য ঘটনা দেখা যায়নি। চিকিৎসকরা জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ফলে জ্বর এলে এন্ডোক্রিন হরমোনের ডিসঅর্ডারের কারণে অনেক সময় এমন ঘটনা দেখা যেতে পারে। 
প্রসঙ্গত, চিনের পাশাপাশি ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট বিএফ ৭ ধরা পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বেলজিয়াম জার্মানি ডেনমার্ক এবং ফ্রান্সের মতো দেশে। ভারতেও বিএফ ৭ আক্রান্ত চারজন রোগীর সন্ধান পাওয়া গেছে। যদিও কেন্দ্রের জানানো হয়েছে, এখনই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। কোভিড মোকাবিলায় সরকার সব রকম ভাবে প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে। জনবহুল স্থানে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া।

 খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে
 

news