দুবাই গিয়ে গাড়ি চালিয়ে দিন গুজরান, আচমকা মিলল ৩৩ কোটির লটারি! কী কপাল ভারতীয় যুবকের


 দুবাই থেকে যেমন নিয়মিত ছেলে ফোন করেন, তেমনই সকালে ফোন এসেছিল মায়ের কাছে। ফোনের ওপার থেকে ধরা গলায় ছেলে জানান, ‘মা লটারিতে ৩৩ কোটি (33 Crore Lottery) টাকা জিতেছি!’ স্বপ্ন না বাস্তব, আদৌ ছেলের ফোন তো, নাকি ফোনের ওপার থেকে কেউ মজা করছে, সেটা বুঝতেই মিনিট খানেক সময় কেটে গিয়েছিল ভারতের গ্রামের বাড়িতে থাকা মায়ের। তবে বারবার বলার পর বিশ্বাস হয়েছে ঠিকই, কিন্তু তাঁদের সঙ্গে এমন মিরাকেল হতে পারে, ভেবে কূল পাচ্ছেন না অজয় ওগুলার মা-বোনেরা!
চার বছর আগে ভারত ছেড়ে দুবাই পাড়ি দিয়েছিলেন অজয় (Dubai Driver)। আশা ছিল সংসারে হাল ফেরাবেন। দুবাইয়ের এক সোনার ফার্মে গাড়ি চালানো শুরু করেছিলেন। নিজের খরচ সামলে মাসে মাসে কিছু টাকা পাঠাতেন গ্রামের বাড়িতে। কিন্তু সেই অজয়ের ভাগ্যেই যে এমন জ্যাকপট লেখা আছে তা কল্পনা করতে পারেননি তিনি নিজেও।

দুবাইয়ে তাঁর বন্ধু-বান্ধবদের সঙ্গে লটারি কেটেছিলেন অজয়, যেমন আর পাঁচজন কাটেন। কিন্তু লটারির ফল ঘোষণা হতেই হাতে চাঁদ পেলেন তিনি। দেখেন, তাঁর লটারিতে উঠেছে ৩৩ কোটি! সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘এখনও আমার বিশ্বাস হচ্ছে না, আমি জিতেছি।’

কী করবেন এই টাকা নিয়ে? সাংবাদিকের প্রশ্নে অজয় জানান, ‘আমি এই টাকা দিয়ে একটা স্বেচ্ছাসেবী সংস্থা খুলব। আমার গ্রামে ও তার আশেপাশের গ্রামের লোকেদের সাহায্য করব।’ তাহলে কি অজয় এখনই ভারতের টিকিট কাটছেন? সেই উত্তর জানা না গেলেও, একথা নিশ্চিত, যে এক লটারিতে ৩৩ কোটি জিতে সৌভাগ্যের টিকিট তো কেটেই ফেলেছেন দক্ষিণ ভারতের ছোট্ট গ্রামের ছেলেটি!

খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে
 

news