এমবাপের শহরে বন্দুকবাজের হামলায় মৃত্যু অন্তত তিনজনের, গ্রেফতার আততায়ী

প্যারিসে বন্দুকবাজের হামলায় (Paris Shooting) প্রাণ হারালেন অন্তত তিনজন। আহত আরও অনেকে। মধ্য প্যারিসের দু’জায়গায় অতর্কিতে চলে গুলি বর্ষণ। শহরের কুর্দিশ কালচারাল সেন্টার ও পাশের একটি সেলুনে ঢুকে হামলা চালায় ৬৯ বছর বয়সি এক আততায়ী। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তবে কী কারণে সে এমন কাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি।
কী ঘটেছিল?
প্রত্যক্ষদর্শীদের কথায়, শুক্রবার হঠাৎই বন্দুক নিয়ে কুর্দিশ কালচারাল সেন্টারের মধ্যে গুলি চালাতে শুরু করে এক প্রৌঢ়। পরে তার পাশের এক সেলুনের মধ্যে ঢুকে আচমকা গুলি চালায় সে। সংবাদমাধ্যম সূত্রের খবর, ঘটনায় এখনও পর্যন্ত ৭-৮ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন তাঁরা। সেখানেই মৃত্যু হয় তিনজনের।
ঘটনার খবর পেতেই ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। আততায়ীকে নিরস্ত্র করে গ্রেফতার করলেও আতঙ্ক রয়েছে এলাকায়। সামনেই ক্রিসমাস, তাই তার আগে ফ্রান্সের রাজধানীতে এমন ঘটনার জেরে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। 
কে এই আততায়ী? পুলিশ বন্দুকবাজকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ইতিমধ্যেই পুলিশ জানতে পেরেছে, ওই আততায়ী ফ্রান্সেরই নাগরিক। আগের একটি হামলার ঘটনার সঙ্গেও জড়িত ছিল সে।


খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে
 

news