আবারো ইউক্রেন যুদ্ধের কমান্ডার পাল্টালেন প্রেসিডেন্ট পুতিন

ইউক্রেন যুদ্ধে নতুন কমান্ডার নিয়োগ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন কমান্ডার হিসেবে তিনি সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে নিয়োগ দিয়েছেন। তিনি আগের কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিনের জায়গায় দায়িত্ব পালন করবেন। কমান্ডার নিয়োগের তিন মাস পর সরিয়ে দেয়া হলো সুরোভিকিনকে। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেন যুদ্ধের কমান্ডার পদে পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, সেনাবাহিনীর বিভিন্ন শাখার মধ্যে যোগাযোগ বাড়ানোর জন্য কমান্ডার বদল করা হয়েছে। রুশ বাহিনীর ব্যবস্থাপনার কার্যকারিতা ও মান বাড়াতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

ইউক্রেন থেকে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া দোনবাস অঞ্চলের সোলেদার শহর নিয়ে যখন মরণপণ লড়াই চলছে বলে খবর পাওয়া যাচ্ছে তখন ইউক্রেন যুদ্ধের কমান্ডার পরিবর্তনের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট পুতিন। এরইমধ্যে রুশ বাহিনীর হাতে সোলেদার শহরের পতন হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার বেসরকারি সেনা কোম্পানি ওয়াগনার।   

ভ্যালেরি গেরাসিমভ ২০১২ সাল থেকে রাশিয়ার সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ পদে আছেন। সোভিয়েত ইউনিয়ন পরবর্তী যুগে রাশিয়ায় তিনিই সবচেয়ে দীর্ঘ সময় ধরে এই পদে দায়িত্ব পালন করছেন। জেনারেল সের্গেই সুরোভিকিন এখন থেকে তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন। 

গত বছরের অক্টোবরে সুরোভিকিনকে ইউক্রেন যুদ্ধের কমান্ডার হিসেবে নিয়োগ দিয়েছিলেন পুতিন। তাঁর নেতৃত্বে ইউক্রেনের  বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করেছে রুশ বাহিনী।  এতে তীব্র শীতের মধ্যে বিপাকে পড়েন ইউক্রেনের লাখ লাখ মানুষ। সুরোভিকিনের দায়িত্ব পালনের সময়ই খেরসন শহর থেকে সেনা প্রত্যাহার করে নেয় রাশিয়া। এটিকে ইউক্রেন বড় সাফল্য হিসেবে দেখে আসছে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে 

news